রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন বন্ধে এবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের বাসিন্দারা। গতকাল বুধবার সকালে সরফভাটা মরাখালের মুখ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মুহাম্মদ কবির, আবদুল করিম চৌধুরী, মো. আরিফ হোসাইন চৌধুরী সবুজ, মো. জাফর তালুকদার, জামাল উদ্দিন, আসাদুল আলম, মো. নওশাদ, নুরুল আজিম, ইলতুত হোসেন, মো. হাছান প্রমুখ।
বক্তারা বলেন, ক্রমাগত বালু উত্তোলনের কারণে বেতাগী থেকে চন্দ্রঘোনা ফেরিঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। নেমে যাচ্ছে ভাঙন প্রতিরোধে দেয়া ব্লকগুলো। ধসের ঝুঁকিতে রয়েছে গোডাউন ব্রিজ, ভাঙনে বিলীন হতে পারে পূর্ব সরফভাটার শতবর্ষী মুয়াবিনুল ইসলাম মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এসব এলাকার হাজার হাজার পরিবার।
তাই সরকারের দেয়া বালুর ইজারা এবং যত্রতত্র বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।