বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে পরীমনি

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে টিকা দেওয়ার জন্য হাসপাতালে গেলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এ সময় তাকে বোরকা পরা অবস্থায় দেখা যায়। গতকাল বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথেই সন্তানদের সঙ্গে গল্প করেন, হাসেন, আদর করেন। খবর বাংলানিউজের।

পরে হাসপাতালে গিয়ে শিশু দুজনকে টিকা দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা (প্রিয়ম) বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন, কী করে।

ভিডিওটি শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই পরীমনির বোরকা পরা লুক এবং মায়ের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকেকেআরসি এবং আম্বিয়া স্পোর্টস ফাইনালে
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে প্রথমবারের মতো গাইবে অ্যাশেজ