চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল বাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, বাদামতল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন ফাহিম (২৮) ও পারভেজ মোল্লা প্রকাশ তাছিন মোল্লা (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়।