কক্সবাজারে দুর্গাপূজা দেখতে গিয়ে মহেশখালীর এক যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন। আহত যুবকের নাম নিশান দে (২৫)। তিনি হোয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হিরন দে’র ছেলে। ছিনতাইকারীরা তাকে ১২–১৩টি ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। নিশানের পারিবারিক সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় কক্সবাজার সার্কিট হাউস রোডে পূজা দেখতে যাওয়ার পথে তাকে ছিনতাইকারীরা গতিরোধ করে তার মোবাইল ফোন, টাকা এবং অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। এ সময় সে ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে ১২–১৩টি ছুরির ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল। স্থানীয়রা জানিয়েছেন, দুর্গাপূজার সময় এবং প্রতিমা বিসর্জনের দিনকে টার্গেট করে ছিনতাইকারী চক্র প্রতিবছরের ন্যায় সক্রিয় রয়েছে। মহেশখালী থেকে কক্সবাজারে আসা সনাতন সম্প্রদায়ের মানুষদের ছিনতাইকারীদের হাত থেকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।