ইউপিডিএফ সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

ইউপিডিএফ অস্ত্রধারী সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। গতকাল বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ হুশিয়ারি দেন।

এসময় তিনি আরও বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীদের এ দেশ থেকে বিতাড়িত হতে হবে। যেই দেশের মদদে কাজ করছে, সেই দেশে তাদের চলে যেতে হবে। বিভিন্ন জাত ও ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই, তবে কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে। পার্বত্য অঞ্চলে শান্তি ও সমপ্রীতি বজায় থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করা যাবে বলেও তিনি মন্তব্য করেন। এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডারের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজানালা বিদ্যুতায়িত, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে মাইজভাণ্ডারীর দরসে বেলায়েত মোতলাকা মাহফিল