বেদনার কালো মেঘে জমে গেছে জীবন প্রহর
তবুও নিঃশ্বাস ফেলি
আশায় যে বসতঘর ;
নিদারুণ চাহনিতে অশ্রুর আড়ালে..
ভেজা ভেজা কণ্ঠে ধ্বনিত হচ্ছে
জীবনের এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ !
দুঃখ আর কষ্টের করুণ সন্ধিক্ষণে
পাশে থাকে না কেউ!
মজা নেয় উপহাসে!
পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানবতার পূজারী
তাঁরা শুধু নামেই কান্ডারী;
আসলে তারা হৃদয় অহংকারী!
আমি চাইনা কারো মায়ার আসক্তি
একা চললেই মেলে মুক্তি!
বন্ধনহীন জীবনে আসে ভক্তি
সৃষ্টিকর্তার চরণে দেওয়া যায় আহুতি;
সত্যের পথে চলার নীতিতে
আমি করি মহাকালের আরতি…..