কক্সবাজারের রামু উপজেলায় তিনদিন নিখোঁজ থাকার পর রাজু শর্মা (২৩) নামের এক যুবকের মরদেহ গহীন পাহাড়ের রাবার বাগান থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রাবার বাগানের একটি গাছে অর্ধঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রাজু শর্মা উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত রঞ্জিত শর্মার ছোট ছেলে। পেশায় তিনি একজন নাবিক ছিলেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, অজ্ঞাত এক যুবকের মরদেহ গহীন রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় থাকার খবর পেয়ে থানার ওসি (তদন্ত) ফরিদুল আলমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে থানায় এসে মরদেহটি শনাক্ত করেন তার স্বজনরা।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, সস্প্রতি খোকন নামের এক প্রতিবেশী ৫২ হাজার টাকা নিহত রাজুর শর্মাকে দিয়ে পাওনাদারের কাছে পাঠায়। কিন্তু রাজু সে টাকা না দিয়ে নিজে খরচ করে ফেলেন। এই নিয়ে খোকনের পরিবারের সাথে রাজু শর্মার কয়েক দফা বাকবিতন্ডা হয়। এই নিয়ে রাজু শর্মাকে দেখে নেয়া হুমকি দেয়। এরপর তিনদিন ধরে রাজু শর্মা নিখোঁজ ছিলেন।
নিহতের ভাই বলেন, আমরা মনে করেছিলাম পাওনাদারের ভয়ে রাজু হয়তো চট্টগ্রামে গিয়ে আত্মগোপনে। মোবাইলও বন্ধ ছিল। তাই আমরাও যোগাযোগ করতে পারিনি। এর মধ্যে তার মরদেহ পাওয়া গেল। আমাদের শতভাগ বিশ্বাস আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ বাগানে নিয়ে ঝুলিয়ে দেয় খোকন ও তার পরিবারের লোকজন।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, স্বজনরা পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত এটি আত্মহত্যা, না পরিকল্পিত হত্যাকাণ্ড– তা আমরা নিশ্চিত নই। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে জানা যাবে।