৮ দফা দাবি পূরণে প্রশাসনের আশ্বাস ও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ চার দিন পর স্থগিত করেছে জুম্ম ছাত্র–জনতা। গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করার ঘোষণা দেয় সংগঠনটি। এরপর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি। তবে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
এ অবস্থায় চার দিন পর খুলেছে দোকানপাট। শহরে বেড়েছে মানুষের উপস্থিতি। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শহরের পরিবেশ। অবরোধ তুলে নেওয়ায় ছুটিতে পর্যটকেরাও বেড়াতে এসেছে। অনেকে সাজেকেও যাচ্ছে।
গতকাল বুধবার সকাল থেকে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটিসহ সকল সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। জেলা সদর ও গুইমারা ১৪৪ ধারা বলবৎ থাকলেও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছে প্রশাসন। গত কয়েকদিনের উত্তেজনার কারণে সাধারণ মানুষের মনে যে ভয় ও উৎকণ্ঠা কাজ করছিল, তা কমতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে এ ধারা প্রত্যাহার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে চলছে কড়াকড়ি তল্লাশি। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ বলেন, এখনো ১৪৪ ধারা জারি আছে। যেহেতু পূজা চলছে তাই মানুষের যাতায়াতকে আমরা বাধাগ্রস্ত করছি না। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে শীঘ্রই ১৪৪ ধারা তুলে নেওয়ার সিন্ধান্ত আসতে পারে। গত সপ্তাহের মঙ্গলবার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের জের ধরে সংর্ঘষে উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ি। এতে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চার দিনের অবরোধে পড়ে খাগড়াছড়ি।