চট্টগ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক : | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন কলাবাগান এলাকায় গতকাল বিকেলে এক অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৫৫ বছর) ব্যক্তির লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, এটি একটি রহস্যময় ঘটনা, যা প্রাথমিকভাবে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. মিলন, যিনি একটি কলাবাগানের কেয়ারটেকার হিসেবে কর্মরত, তিনি বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ঘটনাস্থলের পাশে কাজ করার সময় গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি আকবরশাহ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

থানা সূত্রে জানা যায়, স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। প্রাথমিক তদন্তে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে এসআই মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ইতোমধ্যেই অন্যান্য থানায় বেতার বার্তা পাঠিয়েছি, যাতে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।”

এদিকে এলাকাবাসীর মধ্যে এ ঘটনা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা মনে করলেও অনেকেই বলছেন, বিষয়টি গভীরে তদন্ত করা দরকার। মরদেহের অবস্থান ও অন্যান্য আলামত থেকে সন্দেহ করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহের পরিচয় ও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে সব ধরনের তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত এখনও চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ঝড়ে নৌকা ডুবে শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রাক খাদে পড়ে চালক নিহত