রাঙামাটিতে ঝড়ে নৌকা ডুবে শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে এক শিশুসহ ২ জনের নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে মাইনীমুখের এফআইডিসি এলাকায় বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় থাকা ৫ জনের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়। বাকি দুজন সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা এক শিশুর মৃতদেহ উদ্ধার করে। এরপর আজ বুধবার সকালে নিখোঁজ নারী শিরিনা বেগমের (৪০) মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় নিখোঁজ অপর শিশু মাসুমকে (৫) উদ্ধারে কাজ করছে ডুবুরি দলের সদস্যরা।

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার ৫ জন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়। নৌকায় ১জন পুরুষ ২ জন নারী ও ২ জন শিশু ছিল। খবর পেয়ে আমরা রাতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক নারী উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ওই নৌকায় থাকা শিরিনা বেগম (৪০) ও তার ছেলে মাসুমকে (৫) রাতে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো নিখোঁজ রয়েছে শিশু মাসুম (৫)।

লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বিষয়টি আমাদের জানিয়েছেন। আমাদের ডুবরি দল রাঙামাটি থেকে সকালে এসে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ নারী ও শিশুর মধ্যে শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, গতকাল রাত আটটার পর আকস্মিক ঝড়ো বাতাসে অনেকগুলো স্থানে নৌকা ডুবির ঘটনা ঘটে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একটি শিশু এখনো নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য