বাঁশখালীতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার গণশুনানি

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়নসংস্থা (জেএসইউএস) বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পের উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সমাধানে সচেতনতামূলক গণ শুনানী অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, নারী পুরুষ উভয়ের কাজের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। বাল্যবিবাহ ও যৌতুকপ্রথা রোধ করার ক্ষেত্রে সবাইকে একযোগে এগিয়ে আসা দরকার। শিক্ষার প্রসারে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা গেলে নারীর ক্ষমতায়ন সম্ভব। এজন্যে নারীদের অধিকার আদায়ে সর্বপ্রথম নিজেদের সচেতন মনোভাব তৈরি করতে হবে।এতে করে নারী উন্নয়নের পথ সহজ ও সুনিশ্চিত হবে। অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে গণশুনানীতে নারীদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ এজাজ, স্থানীয় সর্দার তৈয়বুর রহমান, ব্লাস্টের প্যারালিগ্যাল মো. শহীদুল ইসলাম, গ্রাম সমিতির সভাপতি শোকেরা বেগম।

জেএসইউএস পারায়ন প্রকল্পের সোশ্যাল ওয়ার্কার সেহেলী সুলতানার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে সংস্থার পরিচিতি,লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরার পর প্রকল্প সম্পর্কিত সারগর্ভ ধারণা ও নারীর প্রতি সহিংসতা রোধ, আইনগত সহায়তাত প্রদান, নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন সর্বোপরি লিঙ্গ বৈষম্য দূরীকরণের ওপর জোর দিয়ে প্রাসঙ্গিকতথ্য উপাত্ত তুলে ধরেন এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী।

গণশুনানীতে বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা, সহিংসতা, নির্যাতন প্রভৃতি বিষয় নিয়ে শহিদুল ইসলাম বলেন, অভিযোগের প্রমাণসহ নিয়ে আইনি সেবা নিশ্চিত করা হবে। এছাড়া তিনি আইনী সহায়তা প্রসঙ্গে লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রাপ্তি ছাড়াও ব্লাস্টসহ সরকারি বেসরকারি পর্যায় থেকে আইনী সহায়তা পাওয়া সম্ভব বলে জানান। বক্তারা বলেন,পারায়ন প্রকল্পের মাধ্যমে নারীদের জীবন যাত্রায় সমস্যাগুলোর সুন্দর সমাধানের উপায় খুঁজে বের করতে হলে সবাইকে সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে এবং যৌক্তিক প্রমাণসহ অভিযোগ নিয়ে আইনি সেবা প্রাপ্তি সহজ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল
পরবর্তী নিবন্ধটেকসই বিশ্ব গড়তে তরুণদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য