আনোয়ারায় পূজামণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিভিন্ন পূজামণ্ডপে দুস্থদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আনোয়ারা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান উপজেলার সদর,বৈরাগ, বারশত, হাইলধর ও জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে এসব শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

কমান্ডার মেজর রেজোয়ান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সব মানুষের আস্থার প্রতীক।আসন্ন শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসব উপহার প্রদান করা হয়।

তাছাড়া সমপ্রীতি, ভ্রাতৃত্ববোধ ও বিভিন্ন ধর্মবর্ণের অপূর্ব মেলবন্ধনে এই বছর দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নির্বিঘ্নে ও অপ্রীতিকর ঘটনাবিহীন দুর্গাপূজা সম্পন্ন করতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

পূর্ববর্তী নিবন্ধবালু উত্তোলন বন্ধে ৪ দাবি, ৭ দিনের আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধসিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল