পান্থ আফজালের অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

সেলিব্রেটি শো স্টারগল্পআবারও ফিরেছে নতুন রূপে, নতুন অতিথি নিয়ে। অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনে অতিথি হিসেবে রয়েছেন দুই গুণী তারকা। তারা হলেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিশালী মুখ তারিক আনাম খান। দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল। স্টারগল্প সিজন ১ থেকে কিছুটা ভিন্ন এই শোতে এই দুই গুণি তারকার সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক। এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পজীবনের চড়াই

উত্রাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে বলেছেন। সাংবাদিক ও লেখক পান্থ আফজালের নিবিড় উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছে মানবিক গল্প বলার এক অসাধারণ প্ল্যাটফর্ম। পুরো সেট ডিজাইন থেকে শুরু করে নির্মাণশৈলী, আলোকসজ্জা, ঘরোয়া পরিবেশে নির্মাণ ও আলাপচারিতার ধরণ, সবই এক নতুন মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান।

পূর্ববর্তী নিবন্ধমহানায়ক কন্যা তিলোত্তমার কণ্ঠে…
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.০১ কোটি টাকা