চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। গতকাল ছিল গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতার দুটি ম্যাচ। আর সে দুই ম্যাচে জয় পেয়েছে এনএইচটি স্পোর্টস এবং কেকেআরসি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত ম্যাচে এনএইচটি স্পোর্টস ৭ উইকেটে হারিয়েছে চিটাগাং হার্বিঙ্গার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচে কেকেআরসি ৩ উইকেটে হারিয়েছে আম্বিয়া স্পোর্টসকে। এই জয়ের ফলে টুর্নামেন্টে অপরাজিতই থাকল কেকেআরসি। আজ সকালে প্রথম সেমিফাইনালে কেকেআরসি এবং টুয়েন্টি ইভেন্টজ গ্রুপ পরস্পরের মোকাবেলা করবে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এনএইচটি স্পোর্টস এবং আম্বিয়া স্পোর্টস।
গতকাল দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে চিটাগাং হার্বিঙ্গার্স। প্রথম বলেই তারা উইকেট হারায়। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হার্বিঙ্গার্স। তিন নাম্বারে নামা তুহিন এবং পাঁচ নাম্বারে নামা ইফতির ব্যাটে বড় লজ্জা এড়ায় হার্বিঙ্গার্স। তারপরও ৬৫ রানে অল আউট হয় তারা ১৫.৪ ওভারে। দলের পক্ষে তুহিন ২০ বলে ২৪, ইফতি ১০ বলে ১৪ এবং ইফরান ১১ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। এনএইচটি স্পোর্টসের পক্ষে ১১ রানে ৩ উইকেট নেন আজমল হুদা আজাদ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মনিরুল এবং বেলাল। জবাবে ব্যাট করতে নামা এনএইচটি স্পোর্টস ৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মিনহাজ সৌরভ। এছাড়া সানজু ১৯ এবং আজাদ করেন ১৩ রান। হার্বিঙ্গার্সের পক্ষে ২টি উইকেট নেন সজিবুল আলম। বিজয়ী দলের আজমল হুদা আজাদ ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে আম্বিয়া স্পোর্টস। শুরুটাও দারুন করেছিল আম্বিয়া। উদ্বোধনী জুটিতে ৪০ রান তুলে নেন সাব্বির এবং মুনতাসির। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ভাল শুরুর পরও ২ বল বাকি থাকতে ১২৪ রানে অল আউট হয় আম্বিয়া স্পোর্টস। দলের পক্ষে সাব্বির ৩২, মুনতাসির ২৪, শহীদুল ১০, রাজা ১৫, রুবেল ১৪ এবং ওবায়দুল্লাহ ১৪ রান করেন। কেকেআরসির পক্ষে ১১ রানে ৪টি উইকেট নেন সাজেদুল আলম রিফাত। ২টি উইকেট নিয়েছেন মিনহাজ আফ্রিদি। জবাবে ব্যাট করতে নামা কেকেআরসি ১৪ রানে প্রথম উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে ফারদিন এবং তালহা মিলে ৩৩ রান যোগ করেন। এজুটি ভাঙ্গার পর আবার দ্রুত উইকেট হারায় কেকেআরসি। তবে শেষ দিকে রিফাত এবং হান্নান মিলে ৪ বল বাকি থাকতে দলকে জয় পাইয়ে দেন। দলের পক্ষে ফারদিন ৩২, তালহা ২৮, তানভীর ১০, রাসেল ১৩, রিফাত ৯ বলে ১৮ এবং হান্নান ৭ বলে করেন ১১ রান। আম্বিয়া স্পোর্টসের পক্ষে ২টি উইকেট নিয়েছেন সায়মন। বিজয়ী দলের সাজেদুল আলম রিফাত ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী।