বিভিন্ন ব্যাংক থেকে চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকরীচ্যুতির প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বিভিন্ন ব্যাংক থেকে চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকরীচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা আরেফ সারতাজ।
ইমাম হায়াত বলেন, রাষ্ট্রের কাজ নাগরিকদের চাকুরী রক্ষা করা, চাকুরী হরণকরা নয়।
অন্যায়ভাবে চাকুরীচ্যুত সকলকে অবিলম্বে পুনর্বহাল করার দাবী জানিয়ে ইমাম হায়াত বলেন, এভাবে নাগরিকদের রুটি রুজি ও শিল্প কারখানা অর্থনীতি ধ্বংস করা চরম অন্যায়। প্রেস বিজ্ঞপ্তি।