চট্টগ্রামের বাস্কেটবল খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৪ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় বাস্কেটবল (পুরুষ এবং মহিলা) প্রতিযোগিতা শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার (পুরুষ এবং মহিলা) বাস্কেটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রম আগামী ৩ ও ৪ অক্টোবর বিকাল ৪ টায় চট্টগ্রাম সাগরিকা বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামস্থ বাস্কেটবল কোটে অনুষ্ঠিত হবে। উক্ত বাছাই কার্যক্রমে অংশগ্রহণেচ্ছুক চট্টগ্রামে বসবাসরত (পুরুষ ও মহিলা) খেলোয়াড়দের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য সাবেক বাস্কেটবল খেলোয়াড় রোমেল রাশা মোবাইল নং ০১৩১২১১১৩১৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানী ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ
পরবর্তী নিবন্ধএনসিএল টি-টোয়েন্টিতে আর খেলা হচ্ছে না মাহমুদউল্লাহ’র