জামায়াত সামপ্রদায়িক দল নয়, বনি আদমের দর্শনে বিশ্বাসী : অধ্যক্ষ হেলালী

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জামায়াত কোনো সামপ্রদায়িক দল নয়; বরং তারা বনি আদমের কনসেপ্টে বিশ্বাসী। তাঁর মতে, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে। সমাজ থেকে সামপ্রদায়িকতার শিকড় উপড়ে ফেলা হবে, ইনশাআল্লাহ। ২৭ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর পিলখানা পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিলখানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন দাশ। সাধারণ সম্পাদক বাবপু দাশ, সহসাধারণ সম্পাদক অ্যাপোলো বিশ্বাস এবং শংকর পাল মামুনও উপস্থিত ছিলেন। এ সময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা অতিথিকে স্বাগত জানান। প্রধান অতিথি হেলালী পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাপোলো বিশ্বাস। তিনি জামায়াত নেতার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, যে কোনো রাজনৈতিক দলের উচিত সব ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা। স্থানীয় এলাকাবাসীও এ সময়ে উপস্থিত থেকে পূজা উদযাপন পরিষদের কার্যক্রমকে সমর্থন জানান। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল সৌহার্দ্য ও সমপ্রীতির প্রতীক।

পূর্ববর্তী নিবন্ধস্তন ক্যান্সার প্রতিহত করুন
পরবর্তী নিবন্ধ‘জাহাজভাঙা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় মালিক-শ্রমিকের ঐক্যের বিকল্প নেই’