এবং স্মরণ করো! যখন তোমরা সংখ্যায় স্বল্প ছিলে রাজ্যে দমিত অবস্থায়; আশংকা করতে– লোকেরা তোমাদেরকে কখনো অপহরণ করে নিয়ে যাচ্ছে কিনা,
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ২৬) সূরা আল–আন্ফাল।
যাহারা শুধু অর্থ সঞ্চয় করে এবং সৎপথে ব্যয় করে না, তাহারা নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত।
– আল হাদীস (বোখারী, মোসলেম, তিরমিজী)।
মহৎ আত্মারা নীরবতায় ভোগে।
– শিলার।