বেসরকারি খাতের বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ২০০ কর্মীকে চাকরিচ্যুত এবং ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কর্ণফুলীর ক্রসিং এলাকায় চাকরিচ্যুত ব্যাংক কর্মীরা এই কর্মসূচি পালন করেন। এতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি কাজে নিয়োজিত গাড়িকে ছাড় দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা রবিবার থেকে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়ে সড়ক থেকে সরে যান। এ সময় ইসলামী ব্যাংকের বিশেষ মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মুনাফিক আখ্যা দিয়ে তাদের ছবিতে ডিম নিক্ষেপও করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, চাকরিচ্যুতির অংশ হিসেবেই গত ২৭ সেপ্টেম্বর প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তার প্রহসনমূলক দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তারা পরীক্ষাটি বর্জন করেন। এরই ধারাবাহিকতায় সোমবার ২০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত ও ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি করা হয়। আন্দোলনকারীরা এসময় ছয় দফা দাবি উত্থাপন করেন–বিনা কারণে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল। দূরবর্তী শাখায় বদলিকৃতদের কাছাকাছি শাখায় ফেরানো। গত সরকারের আমলে অবৈধ প্রমোশনের তদন্ত। বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি। শর্ত আরোপ করে সকল প্রকার এসেসমেন্ট টেস্ট বন্ধ। চট্টগ্রামের কর্মীদের ওপর চালানো নির্যাতনের তদন্ত ও দোষীদের শাস্তি, এবং বৃহত্তর চট্টগ্রামের কর্মকর্তাদের কর্মস্থলে ফেরত আনা। পূজার ছুটির মধ্যে এসব দাবি পূরণ না হলে আগামী রোববার থেকে সর্বাত্মক অবরোধের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ কর্মকর্তারা।