ক্লান্ত রাতের প্রহর

মোহাম্মদ গিয়াসউদ্দিন | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ভোরের আলোয় দিগন্ত ছুঁয়ে যায়নি তখনো ,

রাতের ক্লান্ত প্রহরে, নয়ন মেলে দেখলাম,

আলোছায়ার মিলন মেলা,

একটি অনিন্দ্য সুন্দর ক্ষণ

আলোড়িত প্রাণে সুখের অনুভব!

অনুভূতির অনুভবে জেগে ওঠা

তোমারই স্পন্দনে,

হৃদয় গেয়ে উঠল, ‘তোমারী স্তব গান’

কত না সুন্দর, কত না মহৎ,

তোমার এ আয়োজন ।

তারপর কেটে গেল অন্ধকার,

প্রজ্বলিত সূর্যের আলোতে

ভেসে এলো একটা আলোকিত সুন্দর সকাল!

দেখে দেখে তোমার তোমায় সৃষ্টি,

প্রসারিত হয় আমার দৃষ্টি।

পূর্ববর্তী নিবন্ধগণহারে ছাটাই : ইসলামী ব্যাংকের সুনামের অন্তরায়
পরবর্তী নিবন্ধউদ্যোক্তা : জাতির অগ্রগতির মেরুদণ্ড