পূজা যেন শান্তিপূর্ণ না হয় সেজন্যই খাগড়াছড়ির ঘটনা : স্বরাষ্ট্র উপদেষ্টা

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সেজন্যই খাগড়াছড়িতে সহিংস ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজার অষ্টমীতে গতকাল মঙ্গলবার বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি বলেন, খাগড়াছড়ি ও গুইমারায় যে ঘটনা ঘটেছে, সেটি ঘটানোর উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করেছিল যাতে পূজাটা ভালোভাবে না হয়। সেই সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রতিহত করে দেওয়া হয়েছে। পূজা ভালোভাবে হচ্ছে। খবর বিডিনিউজের।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে। সন্ত্রাসীদের মদদদাতা দেশের বাইরে রয়েছে। খাগড়াছড়ির ধর্ষণ ও সহিংসতায় প্রাণহানির ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব
পরবর্তী নিবন্ধসংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই