সাগরে মাছ ধরার সময় টেকনাফে উপজেলার দুটি ট্রলারসহ আরও ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের অদূরে সাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ। আটক ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন বলে জেলেরা জানান। খবর বিডিনিউজের।
সাজেদ আহমেদ বলেন, ঘাট থেকে বেশ কিছু মাঝিমাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হয়েছিল। এর মধ্য দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনছি।
এর আগে ১২ সেপ্টেম্বর পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য ১৭ জেলে কৌশলে পালিয়ে আসলেও বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া আরাকান আর্মি হাতে আরও ১১৮ জেলে বন্দি রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখছি। ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।’