চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পরিষদের দায়িত্ব বণ্টন অনুষ্ঠান

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত ভবনে চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পরিষদের দায়িত্ব বন্টন অনুষ্ঠান রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব বন্টন অনুষ্ঠান সভাপতিত্ব করেন আহবায়ক এডভোকেট মো. জাহিদুল করিম, সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট মো. ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এডভোকেট আবদুল ওহাব, এডভোকেট আবুল কাশেম মজুমদার, এডভোকেট আবদুল হক প্রমুখ। দায়িত্ববন্টন অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে এডভোকেট মো. জাহিদুল করিমকে সভাপতি, এডভোকেট মো. জাফর হায়দারকে সিনিয়র সহসভাপতি, এডভোকেট নিলুফার ইয়াছমিন লাভলী, এড. এবি এম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী, এড. সাইফুদ্দীন মানিক, এডভোকেট মোজাম্মেল হোসাইন চৌধুরী, সরোয়ার আলম ভূইয়া শিমুলকে সহসভাপতি, এডভোকেট মো. মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক, এডভোকেট মো. ফখরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট আমিন আহমেদকে সহসাধারণ সম্পাদক, এড. আরেফিন চৌধুরীকে অর্থ সম্পাদক, এডভোকেট বদরুল রিয়াজকে সাংগঠনিক সম্পাদক, এডভোকেট মোস্তাফিজুর রহমানকে দপ্তর সম্পাদক, এডভোকেট ইব্রাহিম পাটোয়ারী পলাশকে আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মো. জহির উদ্দিন হেলালকে আইটি সম্পাদক, এড. নিলুফার জাহানকে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, আরেফিন সামস্‌কে সহসাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, নাছরিন আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক, এডভোকেট খন্দকার জেসমিন আক্তার, এড. মোমেনুল হক, এড. নিশাত চৌধুরী, এড. মির্জা ইকবাল হোসেন, এড. শুভরায় চৌধুরী, এড. মুজাহিদ হাসান, বিপ্লব ভৌমিক, মো. আজিজুর রহমান, এড. রাশেদা আক্তারকে নির্বাহী সদস্য করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অনাথ আশ্রমে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগরের বস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ
পরবর্তী নিবন্ধগ্রাহক ও অংশীজনরা তুলে ধরলেন মতামত ও অভিযোগ