দেশের স্বাস্থ্য খাতে মানুষের আস্থা বাড়ানো জরুরি

পুষ্টিমেলায় ক্যাব চেয়ারম্যান এএইচএম শফিকুজ্জামান

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

৩৯ নং ওয়ার্ডের আকমল আলী এলাকায় গত ২৭ সেপ্টেম্বর পুষ্টি সেবার সহজ প্রাপ্যতায় কর্মজীবীদের অংশীদারত্ব নিশ্চিতকরণ ‘স্বপ্ন’ প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস চেকআপ, বিএমআই পরিমাপ ও ডায়েট চার্ট প্রদান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবা উপস্থাপন,কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। দিনব্যাপী মেলায় মোট ৮ টি স্টলের মাধ্যমে স্বপ্ন প্রকল্পের, সমাজসেবা অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ব্লাস্ট, ওসাপ বাংলাদেশ এবং বিজিএমইএ হাসপাতাল তাদের সেবা প্রদান করে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কনজিউমার এসোসিয়েশনের (ক্যাব) চেয়ারম্যান ও সাবেক সচিব এএইচএম শফিকুজ্জামান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম তারিকুল আলম, গেইনের সিনিয়র অ্যাডভাইজার খন্দকার মোস্তান হোসেন, এনজিও ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন, রেডি সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, গেইনের প্রোগ্রাম ম্যানেজার জিএম রেজা সুমন, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ফারহান ইসলাম এবং পুষ্টি উন্নয়ন কমিটির সদস্য হাকীম মো. সেলিম রেজা প্রমুখ। শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে সাবেক সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, দেশের স্বাস্থ্য খাতে মানুষের আস্থা বাড়ানো জরুরি।

বক্তারা দেশের বিশেষ করে শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের পুষ্টি উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। দাতা সংস্থা গ্লোবাল এ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) ও ভিএফ কর্পোরেশনের সহযোগিতায় রেডি (রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ) এই কর্মসূচির আয়োজন করে। শেষে অতিথিবৃন্দ দেশের বৃহৎ পোশাক কারখানা ইয়ংওয়ান গ্রুপের তিতাস স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানায় ‘স্বপ্ন’ প্রকল্প পরিদর্শন করেন। তারা সেখানে শ্রমিক এবং পুষ্টি উন্নয়ন কমিটির সাথেও কথা বলেন এবং শ্রমিকদের দেওয়া দুপুরের খাবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ইলিশ সংরক্ষণে রানী রাসমণি ঘাটে জনসচেতনতা সভা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় অনাথ আশ্রমে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগরের বস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ