মানুষের সমান অধিকার নিশ্চিতে বিএনপি সবসময় কাজ করে আসছে

ইপিজেডে দীপিকা সংঘের আলোচনা সভায় ইসরাফিল খসরু

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহা সপ্তমীতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় পূজামণ্ডপ প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধক ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন দীপিকা সংঘের সভাপতি এড. মোহন লাল মহাজন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মহাজন নব, ইপিজেড থানা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন মজুমদার, সুজন শীল অজয়, স্বরুপ শীল। এতে ইসরাফিল খসরু বলেন, বিএনপি সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসী একটি দল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সমপ্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় কাজ করে আসছে। অতীতেও বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনীদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামপ্রদায়িক-সমপ্রীতিতে বিশ্বাসী বিএনপি
পরবর্তী নিবন্ধমা ইলিশ সংরক্ষণে রানী রাসমণি ঘাটে জনসচেতনতা সভা