মেজর নাজমুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধকালীন ৭নং সেক্টরের কমান্ডার মেজর নাজমুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। তাঁর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর নাজমুল হকের স্মৃতিকে ধারণ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি ছাত্রাবাসের নামকরণ করতে হবে। এছাড়া তার বাড়িতে তাঁর নামে যে প্রাইমারী স্কুলটি রয়েছে সেটাকে হাইস্কুলে রূপান্তরিত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছের প্রচেষ্টায় জেলা পরিষদের সহায়তায় যে পাঠাগারটি স্থাপিত হয়েছে তার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও বই সরবরাহ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাঙ্গালি, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, রোকসানা পলি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসির সিদ্ধান্তে হস্তক্ষেপ করা উচিত হবে না : চবি উপাচার্য
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা