সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে বিশ্ব হার্ট দিবসের অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

ছন্দে থাকুক আপনার হৃদয় স্পন্দন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন এসিএ এফসিসিএ, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, ডা. মো. জিয়াউর রহমান, ডা. আবু সায়েম মো. ওমর ফারুক, ডা. মো মুজিবুল হক, অধ্যাপক ডা. মো. আকরাম হোসাইন, অধ্যাপক ডা. মাসুদ আহমেদ ও ডা. মোস্তফা কামাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হলো হৃদরোগ। প্রতি বছর প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়, যার মধ্যে ৮৫ শতাংশ মৃত্যু হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকে। সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমেই হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের বিশেষজ্ঞ কার্ডিওলজি দল উচ্চমানের হৃদরোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এখানে রয়েছে আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ), বিশ্বমানের কার্ডিয়াক ক্যাথলাইজেশন, কার্ডিয়াক বাইপাস সার্জারিসহ বিস্তৃত হৃদরোগ সেবা। এছাড়াও, হাসপাতাল নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে জনগণকে হৃদয় স্বাস্থ্য বিষয়ে শিক্ষিত করছে। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল সর্বদা জনগণের জন্য বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত সারাহ কুকের
পরবর্তী নিবন্ধতৌফিকা করিমের আরও ১১৪ ব্যাংক হিসাবে ৮৭ কোটি টাকা অবরুদ্ধ