বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের প্রতি তিনজনের মধ্যে দুইজনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে হয়েছে, এক গবেষণায় এমন তথ্য এসেছে। এসব নারীর প্রায় ৬৫ শতাংশ ১৮ বছর হওয়ার আগেই প্রথম গর্ভধারণ করেছেন। প্রতি তিনজনে একজন নারী শ্রমিক জীবনে অন্তত একবার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শিকার হয়েছেন। বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকদের ওপর এক গবেষণায় এসব তথ্য পাওয়ার কথা বলেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। গতকাল সোমবার মহাখালীতে আইসিডিডিআর,বিতে আয়োজিত ‘তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার’ বিষয়ক সেমিনারে গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। খবর বিডিনিউজের।
গবেষণাটি করা হয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায়। আইসিডিডিআর,বি বলছে, এটি তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকদের ওপর এ ধরনের প্রথম কোনো গবেষণা। সেমিনারে বলা হয়েছে, ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকার কড়াইল, মিরপুর ও গাজীপুরের টঙ্গী বস্তিতে এই গবেষণা কার্যক্রম চালানো হয়েছে। এতে ১৫ থেকে ২৭ বছর বয়সী ৭৭৮ শ্রমিকের তথ্য নেওয়া হয়েছে। প্রতি ছয় মাস অন্তর জরিপের মাধ্যমে এই গবেষণাটি করা হয়।












