টেকনাফে ৩ অপহৃত উদ্ধার, ৩ অপহরণকারী আটক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে অপহরণকারীদের জিম্মিদশা থেকে তিনজন অপহৃতকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সাথে অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার রাত ১১টার দিকে কোস্টগার্ডের একটি টিম বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা তিনজন অপহৃতকে উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট তিনজন অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো। পরবর্তীতে তাদের মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিলো। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণ রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধফিল্ড সার্ভে শুরু, খোঁজা হচ্ছে ডিপোর জায়গা
পরবর্তী নিবন্ধমোবাইল স্ক্রিনে ভোটের উত্তাপ