বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হাটহাজারীর মো. জহির উদ্দিন চৌধুরী টিপু (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৭)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালের দিকে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. জহির উদ্দিন চৌধুরী টিপু উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত নুরুল আবছার চৌধুরীর প্রকাশ ডাক্তার আবছারের পুত্র।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৭) এর সদস্যরা অভিযান চালিয়ে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে কেন্দ্রীয় ছাত্রলীগের এ নেতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের গত অগাস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলার আছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে জানতে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হাসানকে মুঠোফোনে রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে সন্ধ্যার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট কতটি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।