দলিল লেখক সমিতির কেন্দ্রীয় মহাসচিব এম এ রশিদ বলেছেন, দলিল লেখকেরা সরকার রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। কিন্তু দলিল লেখকগণ বিভিন্ন ভাবে অবহেলিত এবং অধিকার বঞ্চিত। তাই দলিল লেখকদের বিদ্যমান সমস্যা নিরসনে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গত ২৬ সেপ্টেম্বর সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। জেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব হাজী কে এস হোসেন টমাস,ভাইস চেয়ারম্যান এম এ তাহের, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম, গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ সামসুদ্দোহা, ইদ্রিস আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. মামুনুর রশিদ, মাকসুদ আহমেদ, মো. নুর হোসেন মিয়া চেয়ারম্যান, নুরুল আবছার, নুরুন্নবী সেলিম, ফারুক হোসেন শহিদুল ইসলাম শহীদ, মো. সাহাবুদ্দিন, এস এম আকরাম, মোস্তাফিজুল হাকিম, মো. রেজাউল করিম, মো. সাহাব উদ্দিন, কাজী মোহাম্মদ আবদুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।