চট্টগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সভা

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিতীয় দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়ীস্থ তাকদীর রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এইচ এম রবিউল হাসান কাদেরী। এছাড়া উপস্থিত ছিলেন ডিরেক্টর প্রকৌশলী মুজিবুল্লাহ মাহমুদুল হাসান আরাফাত, সাদেক হোসাইন মানিক, মিজানুর রহমান ও খাজা মুহম্মদ বাকিবিল্লাহ। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ইফতিখার উদ্দিন যুবাইর, মাওলানা সিদ্দিক আকবর মেহেরী, মাওলানা মোবারক হোসাইন, জাহিদুল ইসলাম, মাস্টার এহসানুল হক, হাফেজ খোরশেদ আলম, ক্বারী মাওলানা তোফাজ্জল হোসেন কাদেরী, শহিদুজ্জামান মাসুম, হাফেজ মাওলানা লুৎফুর রহমান, মোয়াজ্জেম হোসেন ও রাহাত বিন হোসেন রাহি প্রমুখ। সভায় ২০২৪২৫ সেশনের আয়ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করা হয়। এছাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভবিষ্যৎ ভিশন এবং সিডব্লিউ মোটরস কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিয়মিত অর্থ জমাদানকারী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং পাঁচজন সদস্যকে গোল্ডেন মেম্বার সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালীতে লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধবাদুরতলা জঙ্গী শাহ জামে মসজিদে সাঈদ আল নোমানের অনুদান প্রদান