পশ্চিমাদের যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ, হুঁশিয়ারি রাশিয়ার

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রুশ আকাশসীমায় এয়ারক্রাফট ভূপাতিত করার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোকে বলেছেন, মস্কোর বিরুদ্ধে যে কোনো আগ্রাসন ভয়াবহ পাল্টা জবাবের মুখোমুখি হবে। খবর বিডিনিউজের।

জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে শনিবার তিনি জার্মানির বিরুদ্ধে উত্তেজক সামরিক কথাবার্তা বলারও অভিযোগ এনেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এস্তোনিয়ার আকাশে মস্কোর তিনটি যুদ্ধবিমান পাঠানোর অভিযোগ এবং নেটোর যুদ্ধবিমান পোল্যান্ডের ওপর রুশ ড্রোন ভূপাতিত করায় ইউক্রেনে যুদ্ধ চলার মধ্যেই সামপ্রতিক সময়ে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটোর পূর্বাঞ্চলীয় অক্ষে উত্তেজনা ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে। আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া হবে ভয়াবহ।

ন্যাটো ও ইইউর যারা তাদের ভোটারদের বলছে যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, তাদের এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়, বলেছেন ল্যাভরভ। গত কিছুদিন ধরে বিভিন্ন দেশের আকাশে রহস্যময় ড্রোনের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা থাকতে পারে এমন সন্দেহ এরই মধ্যে পূর্ব ইউরোপের দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। দেশগুলোর অনেক রাজনীতিকই স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়াকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধবিজয় থালাপাতির চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার
পরবর্তী নিবন্ধগাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়াল