কপোত খেলাঘর আসর আয়োজিত কপোত চেস কার্নিভাল সিজন–১ গত শনিবার সকাল ১০টায় আসরের শিশু সদস্য ফাতেমার একটি দাবার চাল দিয়ে উদ্বোধন করা হয়। সারাদিনব্যাপী এই আয়োজনে ৭ রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আসরের সহ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, মৈত্রী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান ইউনুছ, সাবেকুন নাহার ঝরনা, মো. মোক্তার হোসেন, শেখ ফয়জুর রব মুন্না, মোহাম্মদ নাছির উদ্দিন, ফিদে মাস্টার মো. আব্দুল মালেক, প্রকৌশলী এসএম তারেক, নূরুল আমিন, আয়শা আক্তার নাজু, মিরাজ হোসেন আবির প্রমুখ। একজন চ্যাম্পিয়ন ও দুইজন রানার আপসহ বিভিন্ন ক্যাটাগরিতে উৎসাহমূলক ২৮ জনকে পুরস্কৃত করা হয় এই আয়োজনে।