বাংলাদেশ কারাতে কম্বেট এসোসিয়েশন এর কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গত শুক্রবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে কম্বেট এসোসিয়েশন এর প্রধান প্রশিক্ষক ও পরিচালক দেলোয়ার হোসেন (ইকবাল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত উক্ত বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মো. ফোরকান আবু। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম আহসান উল্লাহ নিজামী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী ও বার আউলিয়া গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান এস এম রিয়াদুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কারাতে প্রশিক্ষণার্থীদের হাতে কারাতে বেল্ট ও সার্টিফিকেট তুলে দেন।