আই.টি.এফ বাংলাদেশ–এর আয়োজনে জাতীয় মার্শাল আর্ট জাজ ও রেফারি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী জাজ ও রেফারিদের জন্য বিশেষ রেফারি প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিহান অধ্যক্ষ অজয় দে। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন শিহান কে এম রহমান বাপ্পি এবং স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব আই.টি.এফ বাংলাদেশ এর উপদেষ্টা ড. শফি। বিশেষ অতিথি ছিলেন শিহান মো. গোলাম সাব্বির মাসুম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আই.টি.এফ বাংলাদেশ সভাপতি মোহাম্মদ আলী আকবর। প্রশিক্ষণে অংশগ্রহণকারী রেফারিরা হলেন: শারমিন আক্তার, মাহামুদা ঈশিতা, মো. সাজ্জাদ, মো. আফতাব ফারহান, ফখরুল আলম বিটু, মো. গাজী ইউনুছ, নথনেল গোমেজ, সাঈদ ইবনে হায়দার চৌধুরী জনি, মো. ওবায়দুল হক সাগর, মো. রেদোয়ান ও মো. আয়াত উল্লাহ প্রমুখ।