কারণে ও অকারণে
আজকাল নানাজনে
নানা কথা বলে যায়
কারণে ও অকারণে
দল ছেড়ে চলে যায়
সুযোগের সন্ধানে
নানা পথ চষে যায়
খালি পেলে টুপ করে
বড় পদে বসে যায়
কাজে পায় প্রশংসা
কাজে কেউ তালি পায়
কারো হয় বদনাম
দিনরাত গালি পায়।
| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ