ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক– এক কিংবদন্তি পুরুষের নাম। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা হিসেবে বেশি পরিচিত হলেও তাঁর ধর্মীয় জীবন নবীবংশের আলোয় পূর্ণতা লাভ করে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতক সংস্থা আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা, আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, হাফেজ ক্বারী আল্লামা হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রাহমাতুল্লাহি আলায়হির অন্যতম খলিফা হিসেবে আনজুমান–জামেয়া প্রতিষ্ঠায় অবদান রাখার পাশাপাশি সিলসিলার অপরিসীম খেদমত করার মাধ্যমে তিনি পৌঁছে যান ধর্মীয় সফলতার শীর্ষস্থানে। বলা বাহুল্য, তাঁরই প্রতিষ্ঠিত কোহিনুর প্রেস হতেই বাংলাদেশে সর্বপ্রথম আনজুমান–জামেয়া–সিলসিলাহর কার্যক্রম শুরু করেন শাহানশাহ্–এ সিরিকোট। সে হিসেবে এটি আনজুমান–জামেয়ার সূতিকাগার হিসেবে সুপ্রসিদ্ধ।
গত ২৫ সেপ্টেম্বর এ মহান মনীষীর ৬৩ তম পবিত্র ওফাতবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে গতকাল রবিবার পশ্চিম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া কামিল মাদরাসা সংলগ্ন তাঁর কবরে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে আনজুমান–জামেয়া–গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের একটি দল পুষ্পস্তবক অর্পন শেষে জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ, নির্বাহী সদস্য প্রফেসর জসিম উদ্দীন, আবদুল হাই মাসুম, আর.ইউ চৌধুরী শাহীন, উপদেষ্টা পর্ষদের সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী, উপাধ্যক্ষ এটিএম লিয়াকত আলী, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের থানা, উত্তর ও দক্ষিণ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
শেষে জিয়ারত ও মিলাদ–ক্বিয়ামের পর মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।