ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ সোমবার মহাসপ্তমী। আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়। আজ সোমবার সপ্তমীর সকালে হবে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীর বিহিত পূজা। এ বছর দেবী দুর্গার গজে (হাতি) আগমন এবং দোলায় (পালকি) গমন হবে। গজে দেবীর আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা শান্তি, সমৃদ্ধি ও শস্য–শ্যামলা বসুন্ধরার প্রতীক। অন্যদিকে, দোলায় গমন মহামারি বা মড়কের ইঙ্গিত বহন করে।
নগরীর জেএম সেন হল মণ্ডপে গতকাল মহাষষ্ঠী তিথিতে সন্ধ্যা ৬ টায় প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন ও সন্ধ্যারতি করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। পূজা পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রাম এর সহকারী হাই কমিশনার ড: রাজীব রঞ্জন। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এড. নিখিল কুমার নাথ। উপস্থিত ছিলেন বিএনপির দক্ষিন জেলার সাবেক সভাপতি আবু সুফিয়ান,পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, ডা: তিমির বরণ চৌধুরী, বিদ্যালাল শীল, , কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, সহসভাপতি অরুপ রতন চক্রবর্তী, সাংবাদিক প্রদীপ শীল, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিশ্বজিত দত্ত বাবু, বিভাগীয় সাধারণ সম্পাদক রাজিব ধর তমাল , কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ, প্রমুখ। রাত ১০ ঘটিকায় মায়ের অধিবাস হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ছিলো বিবেকানন্দ সংগীত বিদ্যাপীঠ এর পরিবেশনায় সঙ্গিতানুষ্ঠান, কীর্তিকা নৃত্যালয় এর পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, প্রণাম ব্যান্ডদল এর পরিবেশনায় বিশেষ সঙ্গিতানুষ্ঠান জবা।
মহাসপ্তমীর আয়োজনে রয়েছে আজ দুপুর ২ টায় জাগরণ পুঁথি পাঠ। পরিবেশনায় লোককবি কল্পতরু ভট্টাচার্য ও তার দল, সন্ধ্যা ৪ টায় বংশী শিল্পকলা একাডেমির পরিচালনায় সঙ্গিতানুষ্ঠান, সন্ধ্যা ৬ টায় সন্ধ্যারতি, রাত ৮ টায় সঙ্গীতানুষ্ঠান এসো মা জননী, পরিবেশনায় অদিতি সঙ্গীত নিকেতন, রাত সাড়ে ৮ টায় বেতার টেলিভিশব শিল্পীদের বিশেষ সঙ্গীতাঞ্জলি – নমো চন্ডী।
হাজারী লেইন : হাজারী লেইন সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত মহাপঞ্চমী উপলক্ষে দুর্গার মুখাবরণ উন্মোচন ও ৬ দিনব্যাপী শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়।
হাজারী বাড়ী মন্দির প্রাঙ্গণে মাতৃসঙ্গীত ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্বামী শক্তিনাথানন্দ।