বিমান ভাড়া কমায় হজের খরচ কমল ১১ হাজার টাকা

২৬ সালের তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য গতবারের চেয়ে খরচ কমিয়ে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বিমান ভাড়া কমায় এসব প্যাকেজে এবার গতবারের তুলনায় ১১ হাজার টাকার মতো কম খরচ পড়বে হজযাত্রীদের।

গেল হজে দুটি প্যাকেজ ঘোষণা করেছিল সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজ১ এর সর্বনিম্ন খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর প্যাকেজ২ এ খরচ পড়ে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এবার সর্বনিম্ন (প্যাকেজ) খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, যা গতবারের সর্বনিম্ন খরচের চেয়ে প্রায় ১১ হাজার টাকা কম। এছাড়া হজ প্যাকেজ(বিশেষ) এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ২ এ খরচ পড়বে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। খবর বিডিনিউজের।

গতকাল রোববার সচিবালয়ে হজের তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ. . ম খালিদ হোসেন। তিনি বলেন, ২০২৬ সালের জন্য হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি। এ কারণে বিগত বছরের খরচ বিবেচনায় নিয়ে সম্ভাব্য ব্যয় ধরে প্যাকেজ ঠিক করা হয়েছে। সৌদি সরকার কোনো খাতের খরচ কমালে কিংবা বাড়ালে সে অনুসারে প্যাকেজ মূল্য ঠিক করা হবে। প্যাকেজ মূল্য বাড়লে হজযাত্রীদের তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য কমলে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হবে।

সবশেষ হজে যাওয়া ব্যক্তিদের ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হয়েছিল বলে জানান উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে পাঁচদিন ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষাবোর্ডে দুদকের অভিযান, ৩৪ উত্তরপত্রে মিলল জালিয়াতির সত্যতা