চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হচ্ছে না মর্মে এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এতে চেম্বারের নির্বাচন বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এর সাথে সঙ্গতিপূর্ণ করে চট্টগ্রাম চেম্বারের সংঘ স্মারক ও সংঘবিধি সংশোধনের নির্দেশনা এবং পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল পূর্বক চেম্বারের সদস্যগণের প্রত্যক্ষ ও গোপন ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিবাদীগণকে নির্দেশনা প্রদানের আবেদন করা হয়।
এতে চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানকে প্রতিপক্ষ করা হয়েছে। মুনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এসএম সালেহ জহুর রাসেল আর্বিট্রেশন রেফারেন্স নম্বর ১০/২০২৫ নম্বরের অভিযোগটি দায়ের করেছেন।