রামুর বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুর মরদেহ উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার পুরনো শ্রিকুল বৌদ্ধ বিহার থেকে এক ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ভিক্ষুর নাম থুই নু মং মারমা (২২), প্রকাশ নাম কিমা চারা। তিনি রাঙামাটির কাউখালী থানা দাপুয়া গ্রামের বাসিন্দা। তিনি মং শিপ্রু মারমা ও সিংমা অং এর পুত্র।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে খাবার সেরে তিনি বিহারে প্রবেশ করেন। দুপুরের দিকে অন্য কর্মচারীরা খাবারের জন্য তাকে ডাকতে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ আত্মহত্যার কথা বললেও অনেকে মৃত্যুটিকে রহস্যজনক হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মৃত ভিক্ষু দীর্ঘ দুই বছর ধরে ওই বিহারে দায়িত্ব পালন করে আসছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির সত্যতা পেয়েছে দুদক
পরবর্তী নিবন্ধসিএনজিতে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার