দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

দামপাড়া পুলিশ লাইনে ব্রিফিং প্যারেড

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডে সর্বোচ্চ সততা, পেশাদারত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস শেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি পূজার নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে ডিউটিকালীন চেইন অফ কমান্ড অনুযায়ী সকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উক্ত ব্রিফিং প্যারেডে উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পর্যটন নেটওয়ার্কের পর্যটন দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ‘ইপসা’ শিখা প্রকল্পের অবহিতকরণ সভা