আসন্ন অক্টোবর মাসকে কেন্দ্র করে নেওয়া মাসব্যাপী সেবা কার্যক্রমকে সফল করতে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রস্তুতি সভা লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় নগরীর চকবাজার এলাকায় লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ৩১৫ বি–৪ এর হাঙ্গার প্রজেক্ট চেয়ারম্যান ও লিও ক্লাব এডভাইজর লায়ন মোঃ আবু নাসের রনি, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিওন চেয়ারপার্সন লায়ন এম. সোহেল খান, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের ট্রেজারার লায়ন আব্দুর রব শাহীন, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, ইন্টারন্যাশনাল মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলী, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, ক্লাব ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, ক্লাব ডিরেক্টর লিও তাসফিয়া আক্তার, লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও রাজেশ লালা, ভাইস প্রেসিডেন্ট লিও বাঁধন ঘোষ, এসোসিয়েট সেক্রেটারি লিও অমন দাশ, জয়েন্ট ট্রেজেরার লিও উম্মে হাবিবা, লিও তাসনিয়া রহমান সামিয়া প্রমুখ। পরে, বাঁশখালীর বায়তু রহমান জামে মসজিদ ও মাদ্রাসা থেকে আগত প্রতিনিধি সুলতান আহমদ আশরাফীর নিকট ১০,০০০ টাকা নগদ প্রদান করেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনসহ অন্যান্য লায়ন্স নেতৃবৃন্দ। নগদ টাকা প্রদানকারী রিজিওন চেয়ারপার্সন লায়ন এম. সোহেল খান। প্রেস বিজ্ঞপ্তি।