আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসইভিপি ও জোন প্রধান, যমুনা ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ আজম গতকাল শনিবার নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মোহাম্মদ আজম ভাটিয়ারী বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সদস্য, ভাটিয়ারী হাজি টিএসি উচ্চ বিদ্যালয় ও বানুবাজার সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এলাকায় সমাজ উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাবিস্তারে ব্যাপক অবদান রেখেছেন।
গতকাল বাদে আছর নগরীর এমইএস কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার বাদে আছর ভাটিয়ারী বিএমএ গেইটস্থ খিল্লাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।