পারমাণবিক ঢাল তলোয়ারে ধার দিতে বললেন কিম

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক ঢালতলোয়ার আরও শক্তিশালী করতে সব সম্পদকে দেশের পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগাতে নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে খবর এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

কিম শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পারমাণবিক প্রতিক্রিয়ার দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ করা যে দেশের অতি প্রয়োজনীয় শীর্ষ অগ্রাধিকার তা বলেছেন, জানিয়েছে কেসিএনএ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কমরেড কিম জং উন বলেছেন, আমাদের অবশ্যই পারমাণবিক ঢালতলোয়ারকে ক্রমাগত শক্তিশালী ও নবায়ন করতে হবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে পারবে। উত্তর কোরিয়া কয়েক দশক ধরে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অভিযানও রয়েছে। এগুলোর কারণে তারা বছরে ২০টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানাতে পারছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সমপ্রতি বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে
পরবর্তী নিবন্ধসখিনা বিবি