আমি কোনো মানুষ মারিনি, ৩০৯ জন ফ্যাসিস্ট মেরেছি। রাশান সেকেন্ড লেফটেন্যান্ট লোটার এমন অর্জনকে ঘিরেই মুলতঃ রাশিয়ান চলচিত্র ‘ব্যাটল ফর সেভাস্তোপোল’। যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাহসিকতা, সৈনিকদের ত্যাগ–তিতীক্ষা, প্রেম–ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার সৈনিকদের জীবনপণ লড়াইয়ের ফলেই যে সেভাস্তোপোলের যুদ্ধজয় তা ফুটিয়ে তোলার চেষ্টা চলেছে সিনেমার পরতে পরতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে বিশেষ এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম ক্লাবের সিনেপ্লেঙে প্রদর্শিত হয় সিনেমা ‘ব্যাটল ফর সেভাস্তোপোল’। চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরানের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শিত চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে সেভাস্তোপোলের রণক্ষেত্রে রাশিয়ান সৈন্যদের সাহসিকতা, প্রেম ভালোবাসা, সামাজিক ও পারিবারিক জীবনসহ বহুমুখী কার্যক্রম চিত্রায়িত হয়েছে। যুদ্ধক্ষেত্রে কী ভয়ংকর পরিস্থিতিতে সৈনিকদের পড়তে হয় তার চিত্রায়ন ছিল একেবারে জীবন্ত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর আন্তন চেরনভ। চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও দর্শকরা এতে অংশগ্রহণ করেন। চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান বলেন, এ ধরনের প্রদর্শনী শুধু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করায় না, এটি আমাদের নতুন প্রজন্মকে সাহস ও দেশপ্রেমেও উদ্বুদ্ধ করে, দেশের মূল্য বোঝার সুযোগও দেয়।