কন্টিনেন্টাল অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কুল ওয়ারিয়র্স। গতকাল শনিবার কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেঙে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুল ওয়ারিয়র্স ২ উইকেটে সিএম গোল্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করে সিএম গোল্ড নির্ধারিত ২০ ওভারে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাহেদুল ইসলাম ২৩, তানভীর হাসান ১৭, রাজা ১১, ঈদ এ আমিন ২০ রান করে। কুল ওয়ারিয়র্সের পক্ষে মুনতাসির রহমান ১১ রানে নেন ৪ উইকেট। ২৩ রানে ৩ উইকেট পান শিপলু। জবাবে ব্যাট করতে নেমে কুল ওয়ারিয়র্স একবল হাতে রেখে ২ উইকেটে জয় নিশ্চিত করে। দলের পক্ষে হাসান নুর সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন। এছাড়া শিপলু ৩২, রাব্বি ১২ এবং জনি করেন ১১ রান। সিএম গোল্ডের শহীদুল করিম ১৪ রানে পান ৪ উইকেট। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন সিজেকেএস এর সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস সাবেক ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর।