নির্বাচকের দায়িত্ব ছেড়ে বিসিবি নির্বাচনে রাজ্জাক

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

নির্বাচকের ব্যস্ততা ছেড়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন ভূমিকায় আবির্ভাবের ছবি মেলে ধরেছেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার জন্য শনিবার মনোনয়নপত্র কিনলেন সাবেক এই স্পিনার। মনোনয়নপত্র নেওয়ার আগে নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দেন তিনি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তার দায়িত্ব ছেড়ে দেওয়া নিশ্চিত করে বিসিবি। ৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার জানান ‘মাত্রই মনোনয়ন নিলাম। অনেক কিছুই এখনও বাকি। খুব বেশি কিছু বলার সময়ও হয়নি এখন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলাম, ক্রিকেটেই থাকব। আগেও ক্রিকেটের উন্নতিতে কাজ করার চেষ্টা করেছি, নতুনভভাবে সুযোগ পেলে সেটিই করার চেষ্টা করব। ভাবনাটা অনেক আগেই ছিল। তবে তখন সংশয় ছিল যে কতটুকু কী করতে পারব। এখন মনে হচ্ছে, কিছু করতে পারব। দেখা যাক।’ বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ১৫৩ ওয়ানডে ও ৩৪ টিটোয়েন্টি খেলেছেন রাজ্জাক। ওয়ানডেতে তার ২০৭ উইকেট একসময় ছিল দেশের রেকর্ড। এই সংস্করণে হ্যাটট্রিকও আছে তার। নির্বাচক কমিটিতে যোগ দেন তিনি ২০২১ সালের জানুয়ারিতে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগ ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রোকে
পরবর্তী নিবন্ধখেলোয়াড় কল্যাণ সমিতি ফাইনালে