চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট প্রাঙ্গণে সকাল ১০টায় এ আয়োজন উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান। শিক্ষা মন্ত্রণালয়ের ‘এসেট’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কম্পিটিশনে সাতটি টেকনোলজির ১৮টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এসেট–এর অতিরিক্ত প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন ও জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম।
পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়। স্কিলস কম্পিটিশনে বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, বিপিডিবির নির্বাহী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।












